১) তৃতীয় বিশ্ব কি?
উত্তর:- তৃতীয় বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন ফ্রানজ ফ্যানন । তিনি তৃতীয় বিশ্ব শব্দটি বিভিন্নভাবে ব্যবহার করেন। ফ্যাননের মতে, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশগুলিকে নিয়ে গঠিত তৃতীয় বিশ্ব। ডেভিড হরোউইজ অর্থনৈতিক বিকাশের ভিত্তিতে তৃতীয় বিশ্ব কথাটি ব্যবহার করেন। মাও-সে-তুং আবার মার্কিনী পুঁজিবাদী সমাজকে প্রথম বিশ্ব, রাশিয়া পরিচালিত সমাজকে দ্বিতীয় বিশ্ব এবং উন্নয়নশীল দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলে অভিহিত করেছেন। জে.ডি.বি মিলার তৃতীয় বিশ্ব বলতে সেই সব দেশকে বুঝেছেন যা কমিউনিস্ট বা পুঁজিবাদী রাষ্ট্র নয়।তৃতীয় বিশ্ব ও জোট নিরপেক্ষ আন্দোলন সমর্থক নয়। কারণ বহু রাষ্ট্র আছে যা তৃতীয় বিশ্বের মধ্যে থাকলেও জোট নিরপেক্ষ আন্দোলনের মধ্যে নেই।
ঠান্ডা লড়াই সময়কালে রুশ-মার্কিন সম্পর্কে এতটাই খারাপ হয়েছিল যে দুই কোরিয়ার ঐক্য অসম্ভব ব্যাপার হয়। ফলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে।
যুদ্ধঃ- ১৯৫০ খ্রিস্টাব্দে উত্তর কোরিয়ার সেনাবাহিনী ৩৮ ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করলে নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়াকে আক্রমণকারী দেশ রূপে ঘোষণা করে দক্ষিণ কোরিয়া থেকে সেনা অপসারণের জন্য দাবি করে। মার্কিন যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জের পতাকা তলে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে কিন্তু ১৯৫০ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরের মাঝামাঝি উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ স্থান দখল করে। অবস্থা সামলাতে আরো মার্কিন সেনা পাঠানো হয় ও অবশেষে দক্ষিণ কোরিয়া মুক্ত হয়। এরপর তারা ৩৮ ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশ করে। তিন সপ্তাহের মধ্যে সমগ্র উত্তর কোরিয়া দখল করে জাতিপুঞ্জ বাহিনী চীন সীমান্তে ইয়ালু নদীর তীরে উপস্থিত হয় এবং সন্নিহিত অঞ্চলে বোমাবর্ষণ করে। চীন পাল্টা আক্রমণ করে জাতিপুঞ্জ বাহিনীকে এবং চীনা বাহিনী উত্তর কোরিয়া থেকে জাতিপুঞ্জ বাহিনীকে হটিয়ে ৩৮ ডিগ্রি অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় প্রবেশ করে রাজধানী সিওল দখল করে। শেষ পর্যন্ত সোভিয়েত রাশিয়ার প্রস্তাব অনুযায়ী ১৯৫৩ খ্রিস্টাব্দে উত্তর কোরিয়ার রাজধানী পানমুনজমে উভয় পক্ষের যুদ্ধবিরতি ঘটে ও ৩৮ ডিগ্রি অক্ষরেখা ধরে দুই কোরিয়ার রাষ্ট্রসীমা নির্ধারণ হয়।
যুদ্ধের ফলাফল:-
১) বল প্রয়োগের মধ্য দিয়ে ঘটা এই যুদ্ধের জন্য দুই করিয়াকে যথেষ্ট মূল্য দিতে হয়।
২) মার্কিন যুক্তরাষ্ট্র চীনকে দুর্বল করতে চেয়েছিল তা করতে পারেনি।
আরো পড়ুন:- ঠান্ডা যুদ্ধ কি? কিভাবে ঠান্ডা যুদ্ধের উদ্ভব হয়? CLICK HERE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন