CLASS 10
HISTORY BROAD QUESTION
মাধ্যমিক ইতিহাস - V.V.I ✓✓
১| মাতঙ্গিনী হাজরা ইতিহাসে স্মরণীয় কেন?**
উত্তর:- ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেত্রী ছিলেন মাতঙ্গিনী হাজরা। তাঁর নেতৃত্বে ১৯৪২ খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলায় ভারতছাড়ো আন্দোলন অত্যন্ত শক্তিশালী হয়ে ওঠে।
প্রাথমিক পরিচয়:-
মাতঙ্গিনী হাজরা, ১৮৬৯ খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার তমলুকের একটি দরিদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। আর্থিক সংকটের জন্য তিনি শিক্ষা গ্রহণ করতে পারেননি। তিনি মাত্র ১৮ বছর বয়সে নিঃসন্তান অবস্থায় বিধবা হন।
আন্দোলনে যোগ:-
মাতঙ্গিনী হাজরা ১৯০৫ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন এবং ১৯৩২ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। আইন অমান্য আন্দোলনে যোগ দিয়ে তিনি ছয় মাস কারাবাস করেন। জেল থেকে মুক্তি পেয়ে তিনি কংগ্রেসে যোগ দেন।
থানা অভিযান:- ১৯৪২ খ্রিস্টাব্দে ভারতছাড়ো আন্দোলন শুরু হলে ৭৩ বছরের বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা ওই বছর ২৯ সেপ্টেম্বর মেদিনীপুরের তমলুক থানা অভিযানে নেতৃত্ব দেন। পুলিশের প্রতিরোধ উপেক্ষা করে তিনি মিছিলের অগ্রভাগে থেকে "বন্দেমাতরম ধ্বনি" দিতে দিতে এগিয়ে চলেন।
মৃত্যু:- ১৪৪ ধারা অমান্য করে পুলিশ মাতঙ্গিনী হাজরার ওপর গুলি চালায়। কপালে ও দুই হাতে গুলিবিদ্ধ হয়ে তিনি বন্দেমাতরম ধরে দিতে দিতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা হাতে সামনে এগিয়ে চলেন। অবশেষে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং তার মৃত্যু হয়। যার পর থেকেই তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত হন।
আরো পড়ুন:- ভারতছাড়ো আন্দোলনে নারীর ভূমিকা? CLICK HERE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন