উচ্চমাধ্যমিক ইতিহাস
দ্বিতীয় অধ্যায় ছোট প্রশ্ন*
• সঠিক উত্তরটি লেখ:-
১|অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন -
ক) রবার্ট ক্লাইভ
খ) লর্ড মিন্টো
গ) লর্ড ওয়েলেসলি
উঃ ওয়েলেসলি।
২|ভারতে ব্রিটিশ সিভিল সার্ভিসের প্রকৃত প্রবর্তক বলা যায়-
ক) কর্নওয়ালিস কে
খ) ওয়েলেসলিকে
গ) ওয়ারেন হেস্টিংসকে
উঃ কর্নওয়ালিস কে
৩|ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন -
ক) কর্ণওয়ালিস
খ) ওয়েলেসলি
গ) রবার্ট ক্লাইভ
উঃ ওয়েলেসলি।
৪|ঔরঙ্গজেবের মৃত্যু হয়-
ক) ১৭০৭খ্রি:
খ) ১৭১৭খ্রি
গ) ১৭২৭ খ্রি
উঃ ১৭০৭ খ্রি
৫|টিপুর রাজধানী ছিল -
ক) অযোধ্যা
খ) এলাহাবাদ
গ) হায়দ্রাবাদ
ঘ) শ্রীরঙ্গপত্তনম
উঃ শ্রীরঙ্গপত্তনম
৬| দ্বৈত শাসনের অবসান ঘটান-
ক) ওয়ারেন হেস্টিংস
খ) ওয়েলেসলি
গ) ডালহৌসি
ঘ) কর্নওয়ালিস
উঃ ওয়ারেন হেস্টিংস।
৭|কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় -
ক) ১৭৪৭ খ্রি:
খ) ১৮৫৭ খ্রি:
গ) ১৮৫৯ খ্রি:
ঘ) ১৮৬৫ খ্রি:
উঃ ১৮৫৭ খ্রি:
৮| ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানী লাভ করে -
ক) ১৭৬৫ খ্রি:
খ) ১৭৬৭ খ্রি:
গ) ১৭৫৬ খ্রি:
ঘ) ১৭৬৯ খ্রি:
উঃ ১৭৬৫ খ্রি:
৯| Imperialism A study - গ্রন্থের লেখক হলেন -
ক) হবসন
খ) মার্ক টয়েন
গ) লেলিন
উঃ হবসন।
১০| ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থাপিত হয় -
ক) ১৬৬৪ খ্রি:
খ) ১৬৬৬ খ্রি:
গ) ১৬৬২ খ্রি:
উঃ ১৬৬৪ খ্রি:
১১|পলাশীর যুদ্ধ হয় -
ক) ১৭৫৬ খ্রি:
খ) ১৭৫৭ খ্রি:
গ) ১৭৬৫ খ্রি:
উঃ ১৭৬৫ খ্রি:
১২| স্বত্ব বিলোপ নীতির প্রতিষ্ঠাতা -
ক) ডালহৌসি
খ) ওয়েলেসলি
গ) কর্নওয়ালিশ
উঃ ডালহৌসি।
১৩|প্রথম আফিম যুদ্ধ হয় -
ক) ১৮৮০-৮২
খ) ১৮৮২-৮৪
গ) ১৮৮৪-৮৬
উঃ ১৮৮০-৮২খ্রি:
১৪| ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন -
ক)১৪৯০ খ্রি:
খ) ১৪৯২ খ্রি:
গ) ১৪৯৪ খ্রি:
উঃ ১৪৯২ খ্রি
১৫|শিল্প বিপ্লব শব্দটি প্রথম ব্যবহার করেন -
ক) টয়েনবি
খ) মার্ক টোয়েন
গ) লেপি
উঃ টয়েনবি
১৬| বাষ্প ইঞ্জিনের আবিষ্কারক -
ক)জেমস ওয়াট
খ)কার্ট রাইট
গ)ক্রমটন
উঃ জেমস ওয়াট।
১৭| প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের জনক -
ক)চার্লস ডারউইন
খ)লেলিন
গ) মেকলে
উঃ চার্লস ডারউইন
১৮|wealth of education - গ্রন্থটির লেখক -
ক) অ্যাডাম স্মিথ
খ) জন কে
গ) হবসন
ঘ) লেলিন
উঃ অ্যাডাম স্মিথ।
আরো পড়ুন:- ভারতের ইতিহাসে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পরিচয় দাও? CLICK HERE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন