Click Below

Breaking

Know more

Search

শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

টীকা লেখ: রোবসপিয়র || নবম শ্রেণী ইতিহাস - বড়ো প্রশ্ন || CLASS 9 - HISTORY

 নবম শ্রেণী ইতিহাস **


টীকা লেখ : রোবসপিয়র ✓✓





টীকা লেখ: রোবসপিয়র - 

ফ্রান্সে যে সন্ত্রাসের শাসন চলেছিল তার প্রধান পরিচালক ও কেন্দ্রীয় চরিত্রে ছিলেন রোবসপিয়র । তিনি ছিলেন যে জেকোবিন দলের সর্বাপেক্ষা আদর্শবাদী, সৎ ও নিষ্ঠুর প্রকৃতির নেতা। তাঁর নেতৃত্বে ফ্রান্সে ১৭৯৩ খ্রিস্টাব্দের জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দের জুলাই মাস পর্যন্ত যে চরম সন্ত্রাস চলেছিল, তাকে ইতিহাসে সন্ত্রাসের রাজত্ব বলা হয়।


রোবসপিয়রের উত্থানের পটভূমি: ফরাসি সম্রাট ষোড়শ লুই এর প্রাণদণ্ডের পর (২১ জানুয়ারি, ১৭৯৩ খ্রিষ্টাব্দ) ফ্রান্সের অভ্যন্তরীণ ও বৈদেশিক ক্ষেত্রে এক ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়-

১) ফ্রান্সের অভ্যন্তরে নৃত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি ও খাদ্যাভাব চরম অরাজক অবস্থা সৃষ্টি করে। 

২) রাজতন্ত্রের সমর্থকগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে।

৩) ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন দেশ (ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, প্রাশিয়া, পর্তুগাল ও স্পেন প্রভৃতি) শক্তি জোট গঠন করে এক যুদ্ধ ঘোষণা করে। এই অবস্থায় বিপ্লবী নেতৃবৃন্দ সন্ত্রাসের শাসন শুরু করেন এবং এইভাবে রোবসপিয়রের উত্থানের পটভূমি রচিত হয়।


রোবসপিয়রের "লাল সন্ত্রাস"- রোবসপিয়র একে একে সব প্রতিদ্বন্দ্বীকে হত্যা করে ফ্রান্সের সর্বে সর্বা হয়ে ওঠেন। তার নেতৃত্বে ১৭৯৩ খ্রিস্টাব্দের ২ জুন থেকে ১৭৯৪ খ্রিস্টাব্দে ২৭ জুলাই পর্যন্ত ফ্রান্সে চরম সন্ত্রাস চলে। গিলোটিন যন্ত্রে অসংখ্য মানুষের মাথা কাটা হয়। ফ্রান্সের ইতিহাসে এই ঘটনা লাল সন্ত্রাস নামে পরিচিত।


রোবসপিয়রের পতন:- 

রোবসপিয়রের সন্ত্রাসে আতঙ্কিত হয়ে ফ্রান্সের জেকোবিন, জিরন্ডিন এবং মধ্যপন্থী দলের সদস্যরা রোবসপিয়রকে বন্দী করে। পরদিন অর্থাৎ ২৮ জুলাই গিলোটিন যন্ত্রে রোবসপিয়রের মুন্ডু শিরচ্ছেদ করা হয়। ফলে রোবসপিয়র ও তাঁর সন্ত্রাসের শাসনের অবসান ঘটে।


আরো পড়ুন:- নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন?CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here