Click Below

Breaking

Know more

Search

মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

ঠান্ডা যুদ্ধ কি? কিভাবে ঠান্ডা যুদ্ধের উদ্ভব হয়? || CLASS 12 HISTORY

 



1ঠান্ডা যুদ্ধ কি? কিভাবে ঠান্ডা যুদ্ধের উদ্ভব হয়?


উঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন অক্ষ শক্তির বিরুদ্ধে রাশিয়া ও পশ্চিমী রাষ্ট্রগুলির মধ্যে এক ধরনের সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া গড়ে ওঠে এবং তারা ঐক্যবদ্ধ রূপে অক্ষশক্তির বিরোধিতা করে যুদ্ধে অবতীর্ণ হয়। যুদ্ধ চলাকালীন ক্রমে নানা মতানৈক্য, সন্দেহ, বিদ্বেষ দেখা দেয় যার ফলে তাদের মধ্যে ব্যবধান বাড়ে। এইভাবে বিশ্ব রাজনীতিতে দুটি পারস্পরিক বিরোধী গোষ্ঠীর উদ্ভব হয়। একদিকে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমী জোট, যাকে প্রথম বিশ্ব বলে। অন্যটি রাশিয়ার নেতৃত্বাধীনে সমাজতান্ত্রিক জোট যাকে দ্বিতীয় বিশ্ব বলে। এই দুই পরস্পর বিরোধী শক্তি জোটের মধ্যে প্রকৃত যুদ্ধ নয় কিন্তু একটা যুদ্ধ পরিস্থিতির উদ্ভব হয়। একেই ঠান্ডা যুদ্ধ বলে। ঠান্ডা যুদ্ধ কথাটির উদ্ভাবক বার্নাদ বারুচ। পরে ওয়াল্টার লিপম্যান শব্দটিকে জনপ্রিয় করে তোলে।


ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপট:- 

ক) সমাজতান্ত্রিক সোভিয়েত রাষ্ট্রের প্রতি পাশ্চাত্য শক্তি গুলি ধারাবাহিক সোভিয়েত বিরোধী মনোভাব দেখিয়ে আসছিল।


খ) দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময়ই দ্বিতীয় রণাঙ্গন খোলা, রাশিয়াকে যুদ্ধোত্তর কালীন সাহায্য প্রদান প্রভৃতি প্রশ্ন নিয়ে জটিলতার সৃষ্টি হয়। ফলে পশ্চিমে শক্তির উদ্দেশ্য সম্পর্কে রাশিয়ার মনে গভীর সন্দেহ দেখা দেয়।


গ) মার্কিন প্রেসিডেন্ট রুজভেল রাশিয়ার সাথে মৈত্রী সম্পর্কের কারণে সমালোচিত হন পরে প্রেসিডেন্ট ট্রুম্যান রোজভেল্ট এর নীতি পরিত্যাগ করে রাশিয়ার বিরুদ্ধে বিদ্বেষী মনোভাবের পরিচয় দেন।


ঘ) ১৯৪৬ খ্রিস্টাব্দের ৫ মার্চ প্রধানমন্ত্রী চার্চিলের ফুলটন বক্তৃতাকে অনেকেই ঠান্ডা যুদ্ধের সূচনা বলে মনে করে।


ঙ) মার্কিন প্রেসিডেন্ট ট্রুম্যান 1947 খ্রিস্টাব্দের 12 ই মার্চ কংগ্রেসে এক ভাষণে গ্রিস ও তুরস্কে মার্কিন সাহায্যদানের যে প্রস্তাব উপস্থাপন করেন তাতে ঠান্ডা যুদ্ধের জন্য আনুষ্ঠানিক ঘোষণা করেন।


চ) আবার অনেকেই ঠান্ডা যুদ্ধের জন্য রাশিয়াকে দায়ী করেন। সোভিয়েতের আদর্শগত ভিত্তি স্থাপন এবং শাসনের বৈধতা দানের জন্য বিশ্বের অন্যান্য দেশে সাম্যবাদী শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তৎপরতা দেখানোর কারণে ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল বলে কেউ কেউ মনে করেন।


ছ) ঠান্ডা লড়াই কোনো কোনো ঐতিহাসিকের কাছে আদর্শগত লড়াই। ফলে উভয়ের মধ্যে সংঘর্ষ অনিবার্য হওয়ায়ই স্বাভাবিক। এই মতের মধ্যে ঠান্ডা লড়াই এর কারণ পরিষ্কারভাবে নিহিত।


জ) আবার অনেকেই মনে করেন মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু সারা পৃথিবীতে মার্কিন পুঁজিবি নিয়োগের মধ্য দিয়ে গোটা পৃথিবীকে নিজেদের বাজারে পরিণত করতে চেষ্টা করে তাই রাশিয়ার সাথে তাদের বিরোধ বাদে।


আরো পড়ুন:- ১৯৪২-এর আগস্ট আন্দোলন সম্বন্ধে একটি নিবন্ধ লেখো

অথবা,

 ১৯৪২ খ্রিস্টাব্দের ভারতছাড়ো আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও- CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here