Click Below

Breaking

Know more

Search

সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণের বিবরণ দাও? || CLASS 10




 দশম শ্রেণী ইতিহাস 



সপ্তম অধ্যায় (বড় প্রশ্ন)*



• বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের অংশগ্রহণের বিবরণ দাও?

ভূমিকা- সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ করলে বাংলা তথা ভারতে সংঘটিত বঙ্গ ভঙ্গ বিরোধী আন্দোলনে নারীরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করে।


বিলিতি পণ্য বর্জন:- বহু নারী বিলিতি পন্য যেমন বিলিতি শাড়ি, কাচের চুড়ি, ঔষধ পত্র ও লবণের ব্যবহার বন্ধ করে দেয় এবং দেশীয় মোটা কাপড় ব্যবহার শুরু করে। এই প্রসঙ্গে কবি মুকুন্দ দাস গান লেখেন - "ফেলে দাও রেশমি চুড়ি'।


স্বদেশী প্রচার:- স্বদেশী পণ্যের প্রচারে বিভিন্ন নারী এগিয়ে আসেন। স্বদেশী পণ্যের প্রসারে তারা প্রচারকার্য চালান। সরলা দেবী চৌধুরানী লক্ষ্মীর ভান্ডার স্থাপন করেন।


জাতীয় শিক্ষা:- বহু ছাত্রীর ব্রিটিশ নিয়ন্ত্রিত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে বেরিয়ে আসে। তারা দেশীয় নিয়ন্ত্রণে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান গুলিতে ভর্তি হয়।


আন্দোলনে নেতৃত্ব:- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে মুর্শিদাবাদের গিরিজা সুন্দরী, ফরিদপুরের সৌদামিনী দেবী, বরিশালের সরোজনি দেবী, বীরভূমের দু করিবালা দেবী প্রমুখ নারী স্থানীয়ভাবে এবং সরলা দেবী চৌধুররানী, হেমাঙ্গিনি দাস, কুমুদিনী মিত্র, লীলাবতী মিত্র, নির্মলা সরকার প্রমুখ নারী জাতীয় স্তরে আন্দোলনে সক্রিয়ভাবে নেতৃত্ব দেন।


আরো পড়ুন:- ছাপাখানা প্রতিষ্ঠার পর বাংলা ছাপাখানা গুলিতে কি ধরনের বই পত্র ছাপা হত?CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here