Class 10
History 7th Chapter broad question
প্রশ্ন, অহিংস অসহযোগ আন্দোলনে (১৯২০-২২খ্রি:) পর্বে নারী আন্দোলনের পরিচয় দাও?
ভূমিকা:- কংগ্রেস নেতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে ১৯২০ খ্রিস্টাব্দে সংঘটিত অহিংস আন্দোলনে নারী সমাজও বিভিন্ন ধারার সঙ্গে যুক্ত হয়ে পড়েন।
বিলেতি পণ্য বর্জন:- অহিংস অসহযোগ আন্দোলনের সময় বহু নারী বিলেতি পণ্য বর্জন করেন ও বিলেতি পণ্যের দোকানের সামনে নারীরা মিটিং মিছিল চালায়।
বিক্ষোভ:- প্রিন্স অফ ওয়েলস ভারত সফরে এলে বোম্বাইয়ে সহস্রাধিক নারী বিক্ষোভ দেখান। কলকাতার রাস্তায় প্রকাশে বিক্ষোভ দেখিয়ে বাসন্তী দেবী, উর্মিলা দেবী, সুনীতি দেবী প্রমুখ কারাবরণ করেন।
স্বদেশী প্রচার:- অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে বিভিন্ন নারী স্বদেশী প্রচার চালান। বহু নারী চরকায় সুতো কেটে ও কাপড় বুনে, তিলক স্বরাজ তহবিলে নিজেদের অর্থ ও অলংকার দান করে আন্দোলনকে সফল করার উদ্যোগ নেন। উর্মিলা দেবীর উদ্যোগে প্রতিষ্ঠিত নারী কর্ম মন্দিরের সদস্যরা কলকাতায় আইন অমান্য করে।
দোলনের নেতৃত্ব:- বাসন্তী দেবী, উর্মিলা দেবী, হেমপ্রভা মজুমদার, অ্যানি বেসান্ত, সরোজিনী নাইডু, জ্যোতির্ময়ী গঙ্গোপাধ্যায় প্রমুখ নারী অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
পরবর্তী আন্দোলন:-১৯২২ খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন বন্ধ হওয়ার পরও নারীদের আন্দোলন চলতে থাকে। ১৯২৩ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ঢাকার দিপালী সঙ্গে সদস্যরা আন্দোলন চালিয়ে যান। মহিলা রাষ্ট্রীয় সংঘও গ্রামে গ্রামে আন্দোলনের প্রচার চালায়।
আরো পড়ুন:- বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারীর ভূমিকা?CLICK HERE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন