Click Below

Breaking

Know more

Search

বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? || নবম শ্রেণী ইতিহাস

 



প্রশ্ন, ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল? 


অথবা,


শিল্প বিপ্লব ইংল্যান্ডে প্রথম শুরু হয় তার পক্ষে চারটি কারণ উল্লেখ কর?


উঃ শিল্প বিপ্লব বলতে বোঝায় শিল্পের ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি বা আমূল পরিবর্তন। ঐতিহাসিকদের মতে ১৭৬০ থেকে ১৭৮০ খ্রিস্টাব্দ নাগাদ ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল।


ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব ঘটার কারণ:- 

ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল তা নিয়ে ঐতিহাসিক ও অর্থনীতিবিদদের নানা মত আছে।


প্রথম মত:- একশ্রেণীর ঐতিহাসিকদের মতো ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ হলো - ১) ইংল্যান্ডের আবহাওয়া ও খনিজ সম্পদের প্রাচুর্য শিল্প বিপ্লবের অনুকূল পরিবেশ সৃষ্টি করেছিল। ২) ইংল্যান্ডে উদারপন্থী হুইগ দল শিল্প উৎপাদন ও ব্যবসা-বাণিজ্যে আগ্রহী ছিল।


দ্বিতীয় মত:- হবসবম সহ আরেক শ্রেণীর অর্থনৈতিক ঐতিহাসিকগণ উপরিক্ত কারণগুলিকে মেনে নিতে পারেননি। তাঁদের মধ্যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের আসল কারণ গুলি হল- 


১) মূলধনের প্রাচুর্য:- ইংল্যান্ডের ব্যবসায়ীরা এই সময় বিভিন্ন দেশে ব্যবসা-বাণিজ্য করে প্রচুর অর্থ উপার্জন করেছিল। তারা ভারত, আমেরিকা প্রভৃতি উপনিবেশ থেকে বিভিন্নভাবে অর্থ শোষণ করে ইংল্যান্ডের অর্থনীতিকে সমৃদ্ধ করেছিল। ইংল্যান্ডের প্রতিষ্ঠিত জাতীয় ব্যাংক - ব্যাঙ্ক অফ ইংল্যান্ড শিল্প ক্ষেত্রে প্রচুর ঋণ দিয়ে শিল্প বিপ্লবের সাহায্য করেছিল।


২) কাঁচামালের প্রাচুর্য:-শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ভারত, আমেরিকা প্রভৃতি উপনিবেশ থেকে সস্তায় ইংল্যান্ডে নিয়ে আসা হতো। উপনিবেশ গুলি থেকে ইংল্যান্ডের শিল্পের জন্য প্রয়োজনীয় তুলা, কয়লা, লোহা প্রভৃতি কাঁচামাল আমদানি করা হতো।


৩) বৈজ্ঞানিক আবিষ্কার:- বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কার ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সহায়ক ছিল। যেমন-উড়ন্ত মাকু, লোহা গলাবার চুল্লি, স্পিনিং জেলি, বাষ্পীয় ইঞ্জিন, বাষ্প চালিত রেল ইঞ্জিন, সেফটি ল্যাম্প প্রভৃতি শিল্পের উন্নতির সহায়ক ছিল।


৪) সুলভ শ্রমিক:- এই সময় প্রচুর সুলভ শ্রমিক ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সহায়ক ছিল। ইংল্যান্ডের জনসংখ্যা বৃদ্ধির ফলে গ্রামগঞ্জে বেকার মানুষের সংখ্যা বৃদ্ধি পায়। তারা শহরে এসে কম পারিশ্রমিকে শিল্প শ্রমিক এর কাজে যোগ দিয়েছিল। এদের সস্তা শ্রমে প্রচুর শিল্পদ্রব্য উৎপাদন সম্ভব হয়েছিল।


৫) বিশ্বব্যাপী বাজার:- ইংল্যান্ডে উৎপাদিত শিল্প দ্রব্যের বাজার ছিল বিশ্বব্যাপী। উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে ইংল্যান্ড পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ প্রতিষ্ঠা করে। এই উপনিবেশ গুলি ইংল্যান্ডে উৎপাদিত শিল্পদ্রব্যের একচেটিয়া বাজারে পরিণত হয়। তাছাড়া ইংল্যান্ডের প্রাকৃতিক সম্পদের প্রাচুর্য, অনুকূল আবহাওয়া, উন্নত পরিবহন ব্যবস্থা, কৃষির উন্নতি, সরকার ও জনগণের মানসিকতা শিল্প বিপ্লবের সহায়ক হয়েছিল। 


  আরো পড়ুন: - প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি লেখ? CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here