• ∆ প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি উল্লেখ কর?
মানব সভ্যতার ইতিহাসে যে সমস্ত বিপর্যয়কর ঘটনা ঘটেছিল তার মধ্যে অন্যতম ছিল প্রথম বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ ১৯১৪ খ্রিস্টাব্দ থেকে ১৯১৮ খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল। ১৯১৪ খ্রিস্টাব্দের সেরাজেভো হত্যাকাণ্ডকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়।
প্রথম বিশ্বযুদ্ধের কারণ
প্রথম বিশ্বযুদ্ধের কারণ গুলি কি আমরা দু'ভাগে ভাগ করে আলোচনা করতে পারি- প্রত্যক্ষ কারণ এবং পরোক্ষ কারণ।
পরোক্ষ কারণ:-
১) বলকান জাতীয়তাবাদ:- বলকান অঞ্চলে জাতীয়তাবাদী আশা-আকাঙ্ক্ষা প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল। সার্বিয়া ছিল বলকান অঞ্চলের 'সর্ব স্লাভ' অঞ্চলের নেতৃ স্থানীয়। তাই সার্বিয়া চেয়েছিল তার নেতৃত্বে স্লাভ রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হোক। কিন্তু অস্ট্রিয়া স্লাভ জাতি অধ্যুষিত বসনিয়া ও হারজেগোভিনা নিজ সাম্রাজ্য ভুক্ত করে রেখেছিল। বসনিয়া ও হারজেগোভিনার অধিবাসীরা ও অস্ট্রিয়ার কবল থেকে মুক্ত হওয়ার জন্য আন্দোলন করেছিল।
২) ইউরোপের অতৃপ্ত জাতীয়তাবাদ:- ইউরোপের অতৃপ্ত জাতীয়তাবাদ প্রথম বিশ্বযুদ্ধের পটভূমি রচনা করেছিল। জার্মানি ১৮৭০ খ্রিস্টাব্দে ফ্রান্সের কাছ থেকে আলসাস ও লরেন দখল করেছিল। কিন্তু ফ্রান্স আলসাস ও লরেন ফিরে পেতে উদগ্রীব ছিল। এছাড়া বুলগারিয়া, রোমানিয়া ও মেসিডোনিয়ারাও বিভিন্ন কারণে ক্ষুব্ধ ছিল।
৩) উগ্র জাতীয়তাবাদ:-ঊনবিংশ শতাব্দীর শেষ দিক থেকে ইউরোপীয় রাষ্ট্রগুলির উগ্র জাতীয়তাবাদ বিশ্বযুদ্ধের পরিবেশ রচনা করেছিল। এই সময় ইউরোপের প্রায় সব জাতি নিজেদের শ্রেষ্ঠ বলে মনে করত এবং একে অন্যের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইতো। জার্মানিরা টিউটন জাতির, ইংরেজরা অ্যাংলো স্যাক্সন জাতির সভ্যতার শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সচেষ্ট হয়েছিল।
৪) সাংবাদিক ও দার্শনিকদের ভূমিকা:-প্রথম বিশ্বযুদ্ধের নেপথ্যে সাংবাদিক ও দার্শনিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই সময় সংবাদপত্রগুলিতে মিথ্যা, বিকৃত ও দায়িত্বজ্ঞানহীন সংবাদ পরিবেশিত হতো। ফলে জনগণের মধ্যে সন্দেহ, অবিশ্বাস ও উন্মাদনার সৃষ্টি হয়েছিল।
৫) বাণিজ্যিক ও উপনিবেশিক প্রতিযোগিতা:- প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল ইউরোপীয় রাষ্ট্রগুলির মধ্যে বাণিজ্যিক ও উপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। ইউরোপের রাষ্ট্রগুলি নিজে নিজে দেশে উৎপাদিত সামগ্রী বিক্রির বাজারের চাহিদায় এবং শিল্পের উপযোগী কাঁচামাল সংগ্রহের জন্য এই সময় উপনিবেশ দখলের প্রতিযোগিতা শুরু করেছিল।
৬) ফ্রান্স জার্মানি প্রতিদ্বন্দ্বিতা:-প্রথম বিশ্বযুদ্ধের অন্যতম কারণ ছিল ফ্রান্স জার্মানি প্রতিদ্বন্দ্বিতা। সেডানের যুদ্ধে বিসমার্ক ফ্রান্সের কাছ থেকে আলসাস ও লরেন ছিনিয়ে নিয়ে জার্মানির ঐক্য সম্পূর্ণ করেছিলেন। কিন্তু ফ্রান্স আলসাস ও লরেন ফিরে পাওয়ার জন্য উদগ্রীব ছিল বলে উভয়ের মধ্যে যুদ্ধ অনিবার্য হয়ে পড়েছিল।
৭) সামরিক প্রস্তুতি:- ইউরোপের বিভিন্ন রাষ্ট্রগুলির অস্ত্র নির্মাণের প্রতিযোগিতা ও সামরিক প্রস্তুতির পরিণতি ছিল প্রথম বিশ্বযুদ্ধ। জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়াম জার্মানিকে শ্রেষ্ঠ শক্তিতে পরিণত করার জন্য সামরিক প্রস্তুতি শুরু করেছিলেন। অন্যদিকে জার্মানি সামরিক শক্তি বৃদ্ধিতে বিচলিত হয়ে ফ্রান্স ও ইংল্যান্ড নিজে নিজে সামরিক শক্তি বৃদ্ধি করেছিল।
৮) আন্তর্জাতিক সংকট:- সর্বোপরি কয়েকটি আন্তর্জাতিক সংকট প্রথম বিশ্বযুদ্ধ থেকে ত্বরান্বিত করেছিল। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল - মরক্কো সংকট, আগাদি সংকট, বলকান সংকট প্রভৃতি।
প্রত্যক্ষ কারণ:-
সেরাজেভো ছিল বসিনিয়ার রাজধানী। অস্ট্রিয়ার যুবরাজ আর্ক ডিউক ফ্র্যান্সিস ফার্দিনান্দ ও তার পত্নী সোফিয়া সেরাজেভো শহরে পরিভ্রমণে এসেছিলেন। এখানে ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুন স্লাভ বিপ্লবী সংগঠন black hand বা ইউনিয়ন অফ ডেথ এর সদস্য গ্যাব্রিলো প্রিন্সেপ যুবরাজ ও রানিকে হত্যা করে। এই ঘটনা সেরাজেভো হত্যাকাণ্ড নামে পরিচিত।
এই ঘটনার জন্য অস্ট্রিয়া সার্বিয়াকে দায়ী করে এবং এক চরমপত্র দিয়ে ৪৮ঘণ্টার মধ্যে তার শর্তগুলি পূরণ করতে বলে। কিন্তু সার্বিয়ার পক্ষে সব দাবি মেনে নেওয়া সম্ভব ছিল না। এতে অস্ট্রিয়া ক্ষুব্ধ হয়ে ১৯১৪ খ্রিস্টাব্দের ২৮ জুলাই সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরে সার্বিয়ার পক্ষে রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স এবং অস্ট্রিয়ার পক্ষে জার্মানি, তুরস্ক, বুলগেরিয়া প্রভৃতি দেশ যোগদান করলে এই যুদ্ধ বিশ্বযুদ্ধে পরিণত হয়।
আরো পড়ুন:- শিল্প বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো।CLICK HERE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন