Click Below

Breaking

Know more

Search

বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

নবম শ্রেণী ইতিহাস || শিল্প বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো।



 নবম শ্রেণীর ইতিহাস


শিল্প বিপ্লব উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ




• শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা কর।


অথবা


• শিল্প বিপ্লবের সুফল ও কুফল আলোচনা করো।


শিল্প বিপ্লব মানব সভ্যতার ইতিহাসে এক তাৎপর্যপূর্ণ ঘটনা। শিল্প বিপ্লব সমাজ, রাষ্ট্র ও অর্থনীতির উপর গভীর প্রভাব বিস্তার করেছিল। মানব সভ্যতার অগ্রগতির পথে শিল্প বিপ্লব ছিল আশীর্বাদ স্বরূপ। কিন্তু এই শিল্প বিপ্লব আশীর্বাদের সঙ্গে কিছু কিছু অভিশাপও বইয়ে নিয়ে এসেছে। তাই শিল্প বিপ্লবের সুফল ও কুফল দুটি দিকই আলোচনা করা দরকার।


• শিল্প বিপ্লবের সুফল:- 

১) নগর কেন্দ্রিক সমাজ সৃষ্টি:- শিল্প বিপ্লবের ফলে শিল্প বা কলকারখানা ও ব্যবসা স্থলকে কেন্দ্র করে নতুন নতুন নগরের সৃষ্টি হয়। গ্রামের কৃষক ও সাধারণ মানুষ অর্থ উপার্জন ও উন্নত জীবন যাপনের জন্য দলে দলে শহরে আসতে থাকে। এর ফলে নগরকেন্দ্রিক সমাজ ও সংস্কৃতির সৃষ্টি হয়।


২) ব্যবসা-বাণিজ্যের প্রসার:- শিল্প বিপ্লবের ফলে দ্রব্যের উৎপাদন প্রচুর পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। উৎপাদন বৃদ্ধির ফলে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটেছিল। ইংল্যান্ডের উৎপাদিত সামগ্রী পৃথিবীর বিভিন্ন দেশের বাজারে ছেয়ে গিয়েছিল।


৩) শ্রমবিভাজন নীতির উদ্ভব:- শিল্প বিপ্লবের পূর্বে একজন শ্রমিক নিজে সম্পূর্ণ একটি দ্রব্য তৈরি করত। কিন্তু শিল্প বিপ্লবের ফলে একটি দ্রব্য বিভিন্ন শ্রমিকের মিলিত শ্রমে তৈরি হয়। অর্থাৎ একজন শ্রমিক একটি দ্রব্যের একটি অংশ তৈরির সঙ্গে যুক্ত - পুরো দ্রব্যের সঙ্গে নয়। ফলে বিশেষীকরণের উদ্ভব হয় এবং দ্রব্যের গুণগতমান বৃদ্ধি পায়।


৪) সাম্যবাদের উদ্ভব:- শিল্প বিপ্লবের পরোক্ষ ফল ছিল সাম্যবাদ বা সমাজতন্ত্রের উদ্ভব। কারণ শিল্প বিপ্লবের ফলে সমাজের শ্রমিক ও মালিক শ্রেণীর মধ্যে অসাম্য সৃষ্টি হয়েছিল। এই অসাম্য দূর করার জন্য পরবর্তীকালে সাম্যবাদ বা সমাজতন্ত্রের উদ্ভব হয়। 


শিল্প বিপ্লবের কুফল:- 

১) মালিক ও শ্রমিক শ্রেণীর সংঘাত:-কলকারখানার মালিকরা শ্রমিকদের শোষণ করে আধিক অর্থ উপার্জনে সচেষ্ট হয়। ফলে অত্যধিক কাজের চাপ, অস্বাস্থ্যকর বাসস্থান, অমানবিক আচরণ শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তোলে। এর ফলস্বরূপ শ্রমিক ও মালিক শ্রেণীর মধ্যে সংঘাত সৃষ্টি হয়।


২) ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা:- শিল্প বিপ্লবের ফলে পণ্যের উৎপাদন ব্যাপক বৃদ্ধি পায়। উৎপাদিত সামগ্রী বিক্রির জন্য ইংল্যান্ড সহ ইউরোপের অন্যান্য কয়েকটি দেশ পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ প্রতিষ্ঠা করতে সচেষ্ট হয়। ফলে শিল্প উন্নত দেশগুলির মধ্যে উপনিবেশ দখলের লড়াই শুরু হয়।


৩) শ্রেণী বৈষম্য সৃষ্টি:-শিল্প বিপ্লবের ফলে শ্রমিক ও মালিক শ্রেণীর মধ্যে বৈষম্য প্রকট আকার ধারণ করে। কারণ মালিকরা সর্বদা শ্রমিকদের শোষণ করে ধনী হয় এবং শ্রমিকরা শোষিত হতে হতে শোষণের শেষ প্রান্তে পৌঁছায়।


আরো পড়ুন:- class 9 history - টীকা লেখ: রোবসপিয়র  CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here