Click Below

Breaking

Know more

Search

শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩

নবম শ্রেণী - ইতিহাস || নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন?



প্রশ্ন,

নেপোলিয়নকে বিপ্লবের সন্তান বলা হয় কেন?

অথবা,

নেপোলিয়ন কিভাবে বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত করেছিলেন?


উঃ 1789 খ্রিস্টাব্দে সংগঠিত ফরাসি বিপ্লবের মাধ্যমে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার আদর্শের উন্মেষ ঘটে। নেপোলিয়ন স্বাধীনতা ছাড়া অপর দুটি আদর্শকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছিলেন। নিম্নলিখিত দৃষ্টান্ত গুলি থেকে তার স্পষ্ট ভাবে প্রতীয়মান হয়।


নেপোলিয়নের রাজপদে উত্থান: নেপোলিয়ন নিজে ছিলেন সাম্যের প্রতীক। অতি সাধারণ এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। সিংহাসনের উত্তরাধিকারী না হয়ে তিনি ফ্রান্সের সম্রাট পদে অসীন হন জনগণের ভোটের দ্বারা। বিপ্লবের সাম্যবাদী আদর্শই জনগণের দ্বারা তাঁর উত্থানকে সম্ভব করেছিল।


বিপ্লবকালীন ফ্রান্সের সংবিধান সভা কর্তৃক পরিচালিত নিয়মগুলি বহাল রাখা:- 


সংবিধানসভা ১৭৮৯ খ্রিস্টাব্দের ৪ আগস্ট সামন্ত প্রথা, ভূমি দাস প্রথা, সামন্ত কর, বেগার খাটা, ধর্ম কর ইত্যাদির বিলোপ সাধন করেছিল। নেপোলিয়ন এইসব বিপ্লবী নিয়মগুলিকে বহাল দেখে বিপ্লবকে সম্মান জানিয়েছিলেন।


আইনি অধিকার প্রতিষ্ঠা:- নেপোলিয়ন ফ্রান্সের বিভিন্ন স্থানে প্রচলিত আইন গুলির মধ্যে সমন্বয় সাধন করে 'কোড নেপোলিয়ন' প্রণয়ন করেন। এর ফলে ফ্রান্সে আইনের চোখে সমতার নীতি প্রতিষ্ঠিত হয়।


বিপ্লবের স্থায়িত্ব প্রদান:-বিপ্লবী ফ্রান্সকে রক্ষা করার জন্য নেপোলিয়ন একাধিকবার প্রতিক্রিয়াশীল বিভিন্ন শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ফ্রান্স ও বিপ্লব উভয়কেই রক্ষা করেছিলেন।


ইউরোপে বিপ্লবের আদর্শ প্রচার:- ফ্রান্সের পাশাপাশি ইটালি, জার্মানি সহ ইউরোপের অন্যান্য রাষ্ট্রেও নেপোলিয়ন বিপ্লবের আদর্শের প্রসার ঘটায়। তাঁর শাসনাধীনে এইসব দেশে সামন্ত প্রথার অবসান হয় এবং আইনের মাধ্যমে সাম্য প্রতিষ্ঠিত হয়। 


নেপোলিয়ন বোনাপার্ট তাঁর শাসনকালে আইনের সাম্য, সামন্ততান্ত্রিক শোষণের অবসান ইত্যাদির মাধ্যমে নিজেকে বিপ্লবের ধারক ও বাহক রূপে প্রতিষ্ঠা করেন। তাই এক অর্থে তিনি বিপ্লবের সন্তান।


আরো পড়ুন:- ফরাসি বিপ্লবের প্রভাব সম্পর্কে আলোচনা কর? CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here