Click Below

Breaking

Know more

Search

বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩

আইন অমান্য আন্দোলন পর্বে নারীর ভূমিকা? || মাধ্যমিক ইতিহাস




প্রশ্ন, আইন অমান্য আন্দোলন পর্বে (১৯৩০-৩৪) নারী আন্দোলনের পরিচয় দাও।

উঃ জাতীয় কংগ্রেস ১০৩০ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু করার সিদ্ধান্ত নেয়। গান্ধীজীর ডাকে দেশের নারী সমাজ সক্রিয়ভাবে এই আন্দোলনে অংশ নেয়।


আন্দোলনের সূচনা:- গান্ধীজী ৭৮ জন অনুগামী নিয়ে ১২ই মার্চ ১৯৩০ খ্রিস্টাব্দে গুজরাটের সবরমতী আশ্রম থেকে সমুদ্র উপকূলবর্তী ডান্ডির উদ্দেশ্যে যাত্রা করেন। ৫ই এপ্রিল তারা ডান্ডিতে দিতে সমুদ্রের জল থেকে লবন তৈরি করে সরকারের লবণ আইন ভঙ্গ করেন। এই ডান্ডি অভিযান ও লবণ আইন ভঙ্গ আন্দোলনে বহু নারীরা অংশগ্রহণ করে।


আন্দোলনের কর্মসূচি:- গান্ধীজীর ডাকে সারা ভারতে হাজার হাজার নারী সভা সমাবেশ ও মিছিলে অংশ নিয়ে বিদেশি পণ্য ব্যবহার বন্ধ করে, বিদেশি পণ্যের দোকানের সামনে পিকেটিং করে। এছাড়াও সরকারি স্কুল-কলেজ, অফিস আদালত ত্যাগ করে। শুধু তাই নয় তারা সরকারকে রাজস্ব দেওয়া বন্ধ করে আন্দোলনকে শক্তিশালী করে তোলে।


আন্দোলনের প্রসার:- কলকাতা, দিল্লি, বোম্বাই, এলাহাবাদ ও লাহোর প্রভৃতি শহরের অসংখ্য নারী আইন অমান্য আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। কমলা দেবী চট্টোপাধ্যায়, অবন্তিকা গোখলে প্রমুখের নেতৃত্বে অসংখ্য নারী লবণ আইন ভঙ্গ করেন। দিল্লিতে ১৬০০ জন নারী কারাবরণ করেন। কলকাতায় নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয় এবং পাঞ্জাবে রাজকুমারী অমৃত কাউর আন্দোলনকে শক্তিশালী করেন।


বাংলায় আন্দোলন:- বাংলার নারীরা আইন অমান্য আন্দোলনে অগ্রভাগে ছিল। মেদিনীপুর জেলার ঘাঁটাল, কাঁথি, তমলুক প্রভৃতি স্থানের নারীরা পুলিশি নির্যাতন উপেক্ষা করে সরকারের লবণ আইন ভঙ্গ করেন। আইন অমান্য আন্দোলনকালে প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, সুহাসিনী গাঙ্গুলী প্রমুখ নারী সশস্ত্র বিপ্লবী কার্যকলাপ চালান।


নেতৃত্ব:- জাতীয় স্তরে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দানকারী নারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কস্তুরবা গান্ধী, কমলা নেহেরু, সরোজিনী নাইডু, বাসন্তী দেবী, লীলা নাগ প্রমুখ।


আরো পড়ুন:- অহিংস অসহযোগ আন্দোলনে নারীর ভূমিকা? || (Class 10 History) -- CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here