CLASS 11
POLITICAL SCIENCE (1ST CHAPTER)
BROAD QUESTION 2023
V.V.I. **
১) রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চারটি বৈশিষ্ট্য আলোচনা কর?
উঃ - জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমিকতা।
• রাষ্ট্রের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন -
২) "রাষ্ট্র হল মানব সমাজের বিরাম বিহীন ক্রমবিকাশের ফল"- এ কথা কে বলেছেন?
উঃ অধ্যাপক গার্নার।
৩) পশ্চিমবঙ্গ কি একটি রাষ্ট্র? তোমার বক্তব্যের সাপেক্ষে যুক্তি দেখাও।
সাধারণভাবে পশ্চিমবঙ্গকে 'স্টেট' বলে অভিহিত করা হয়ে থাকে। বাংলায় 'রাষ্ট্র' এবং 'রাজ্য' উভয়ে অর্থই 'স্টেট' শব্দটি প্রযুক্ত হয়। পশ্চিমবঙ্গ রাষ্ট্র কি না, তা জানতে হলে রাষ্ট্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যের নিরিখে বিচার-বিশ্লেষণ করা প্রয়োজন। এমত অবস্থায় রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্য হলো - জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার এবং সার্বভৌমিকতা। পশ্চিমবঙ্গে রাষ্ট্রের প্রধান চারটি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম তিনটি বর্তমান থাকলেও সার্বভৌমিকতা বর্তমান নেই। যে কারণেই পশ্চিমবঙ্গ হল স্বাধীন ও সার্বভৌম ভারত রাষ্ট্রের একটি অঙ্গরাজ্য মাত্র।
৪) রাষ্ট্রের উৎপত্তি সম্বন্ধে বিবর্তনবাদের বিশ্লেষণমূলক আলোচনা কর?
৫) হবস, লক্ ও রুশোর বক্তব্যের মধ্যে বৈসাদৃশ্য গুলি আলোচনা করো?
৬) রাষ্ট্র ও অন্যান্য সংঘের মধ্যে পার্থক্যগুলি নির্দেশ কর?
৭) রাষ্ট্রের উৎপত্তির ব্যাখা হিসেবে সামাজিক চুক্তির মতবাদ টির সমালোচনা কেন করা হয়, তা আলোচনা কর।
৮) সমালোচনা সহ রাষ্ট্রের উৎপত্তির ব্যাখ্যা হিসেবে ঐশ্বরিক উৎপত্তিবাদ সম্বন্ধে আলোচনা কর।**
৯) রাষ্ট্রের উৎপত্তি হিসেবে বল প্রয়োগ মতবাদটির বিবৃত করে তার সমালোচনা করো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন