Class 12
Political science
Short question and answer (2022)
১) সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কে নির্বাচিত করে-
ক) সাধারণ সভা ।
খ) নিরাপত্তা পরিষদ ।
গ) নিরাপত্তা পরিষদের সুপারিশের সাধারণ সভা ।
উঃ নিরাপত্তা পরিষদের সুপারিশের সাধারণ সভা ।
২) কোনটি বিচার বিভাগের কাজ নয়-
ক) সংবিধানের ব্যাখ্যা দান।
খ) আইনের ব্যাখ্যা দান।
গ) অধিকার রক্ষা।
ঘ) আইন প্রণয়ন।
উঃ আইন প্রণয়ন।
৩) কোনটি ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য নয়-
ক) পঞ্চশীল।
খ) বর্ন বাদ।
গ) উপনিবেশবাদের বিরোধিতা।
ঘ) নিরস্ত্রীকরণ।
উঃ বর্ন বাদ।
৪) কলকাতা পৌর নিগমের সভাপতিত্ব করেন-
ক) মেয়র।
খ) চেয়ারম্যান।
গ) স্বপরিষদ মেয়রের একজন সদস্য।
উঃ চেয়ারম্যান।
৫) গ্লাস নস্ত ও পৌরস্ত্রৈকা নীতির প্রবক্তা-
ক) গোর্বাচেভ
খ) বুলগানিন
গ) ক্রুশ্চেভ
উঃ গোর্বাচেভ।
৬) দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক-
ক) বেন্থাম
খ) ল্যাস্কি
গ) লেকি
উঃ লেকি ।
৭) অর্ডিনেন্স জারি করতে পারে কোন বিভাগ -
ক) আইন বিভাগ।
খ) শাসন বিভাগ।
গ) বিচার বিভাগ।
উঃ শাসন বিভাগ।
৮) আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতিদের স্বাভাবিক কার্যকাল -
ক) ১৫ বছর
খ) ৫ বছর
গ) ৯ বছর
উঃ ৯ বছর।
৯) UNO - বাদে বর্তমান বৃহৎ জোট কোনটি -
ক) সার্ক।
খ) জোট নিরপেক্ষ আন্দোলন।
গ) আসিয়ান।
উঃ জোট নিরপেক্ষ আন্দোলন।
১০) UNO - সনকে কয়টি নীতির উল্লেখ আছে -
ক) ২ টি
খ) ৪ টি
গ) ৭ টি
উঃ ৭ টি ।
১১) মার্কিন শাসন ব্যবস্থা-
ক) একনায়ক তান্ত্রিক।
খ) সংসদীয়।
গ) রাষ্ট্রপতি শাসিত।
উঃ সংসদীয়।
১২) আন্তর্জাতিক অর্থ ভান্ডারে সদর কার্যালয় -
ক) লন্ডন।
খ) প্যারিস।
গ) ওয়াশিংটন।
উঃ ওয়াশিংটন।
১৩) কিরূপ শাসনব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগকে নিয়ন্ত্রণ করে -
ক) রাষ্ট্রপতি শাসিত।
খ) এককেন্দ্রিক।
গ) যুক্তরাষ্ট্রীয় ।
ঘ) সংসদীয় ।
১৪) ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান শাসন -
ক) পার্লামেন্ট
খ) প্রধানমন্ত্রী
গ) রাষ্ট্রপতি
উঃ রাষ্ট্রপতি
১৫) কোন বিভাগ সরকার ও জনগণের মাধ্যমে সেতুবন্ধন করে -
ক) শাসন বিভাগ
খ) বিচার বিভাগ
গ) আইন বিভাগ
উঃ শাসন বিভাগ ।
১৬) জেলা পরিষদের প্রধান হলেন-
ক) সভাধিপতি।
খ) এসডিও
গ) বিডিও
উঃ সভাধিপতি।
১৭) ভারতের কোনো অঙ্গরাজ্যের মন্ত্রীদের নিয়োগ করেন -
ক) রাজ্যপাল
খ) মুখ্যমন্ত্রী
গ) রাষ্ট্রপতি
ঘ) মুখ্যমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি
উঃ রাজ্যপাল।
১৮) ভারতের কেন্দ্রীয় আইনসভা কে বলা হয় -
ক) পার্লামেন্ট।
খ) কংগ্রেস।
গ) গণ কংগ্রেস।
উঃ পার্লামেন্ট।
১৯) ভারতের কোনো রাজ্যের নাম ও সীমানা পরিবর্তন করতে পারে-
ক) রাষ্ট্রপতি
খ) পার্লামেন্ট
গ) প্রধানমন্ত্রী
উঃ পার্লামেন্ট।
২০) পশ্চিমবঙ্গের পৌর বিল পাস হয় -
ক) ১৯৭৮
খ) ১৯৯৩
গ) ১৯৯৪
উঃ ১৯৯৩ সালে।
২১) লোকসভার প্রথম অধ্যক্ষ -
ক) জি ভি মাভলঙ্কার উ
খ) মীঔনদরা কুমার
গ) পদ্মাজা নাইডু
উঃ জি ভি মাভলঙ্কার ।
২২) স্বাধীন ভারতের প্রথম লোকসভা নির্বাচন -
ক) ১৯৫১
খ) ১৯৫২
গ) ১৯৫৩
উঃ ১৯৫২ সালে।
আরো পড়ুন - নয়া উদারনীতিবাদ কি? এর বৈশিষ্ট্য আলোচনা কর? CLICK HERE
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন