Click Below

Breaking

Know more

Search

শুক্রবার, ১ জুলাই, ২০২২

কাষ্ঠ অঞ্চলে কিভাবে অন্ধ ও শুষ্ক উপত্যকা সৃষ্টি হয়? || Geography (4 - নাম্বারের লেজুড় প্রশ্ন ও উত্তর) 


প্রশ্ন, 

কাষ্ঠ অঞ্চলে কিভাবে অন্ধ ও শুষ্ক উপত্যকা সৃষ্টি হয়? 

কাস্ট অঞ্চল বলতে প্রধানত চুনাপাথর গঠিত অঞ্চলকে বোঝায়। এখানে ভৌম জলের ক্ষয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল অন্ধ ও শুষ্ক উপত্যকা। এটি সৃষ্টির পর্যায় গুলি হল নিম্নরূপ - 

১) নদীর প্রবাহপথ সিঙ্কহোলের সৃষ্টি:- কাস্ট অঞ্চলে প্রধানত দুটি প্রক্রিয়ায় ফানেল আকৃতির সিঙ্কহোলের সৃষ্টি হয়। যথা-

(ক) দ্রবণ ক্ষয়:- কার্বনিক অ্যাসিড মিশ্রিত ভৌম জলের নিম্নমুখী দ্রবণ ক্ষয়ের ফলে সিঙ্কহোলের সৃষ্টি হয়।

(খ) ধস :- ভূ অভ্যন্তরে কোনো সুরঙ্গ বা গুহার উপরে শিলাস্তরের ধসের ফলে সিঙ্কহোলের সৃষ্টি হয়।

২) নদীর পৃষ্ঠ প্রবাহের অন্তর্ধান:- কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে অবস্থিত সিঙ্কহোলের মধ্যে দিয়ে নদী ভূগর্ভে প্রবেশ করে। নদী যেখানে এসে তার প্রভাব হারিয়ে ফেলে সেই অংশে সৃষ্টি হয় অন্ধ উপত্যকা।• অন্যদিকে নদী উপত্যকার যে অংশ সম্পূর্ণরূপে জলশূন্য হয়ে পড়ে সেখানে সৃষ্টি হয় শুষ্ক উপত্যকা।


আরো দেখুন :- সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও? CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here