Click Below

Breaking

Know more

Search

শুক্রবার, ১ জুলাই, ২০২২

কাষ্ঠ অঞ্চলে কিভাবে অন্ধ ও শুষ্ক উপত্যকা সৃষ্টি হয়? || Geography



 (4 - নাম্বারের লেজুড় প্রশ্ন ও উত্তর) 


প্রশ্ন, 

কাষ্ঠ অঞ্চলে কিভাবে অন্ধ ও শুষ্ক উপত্যকা সৃষ্টি হয়? 

কাস্ট অঞ্চল বলতে প্রধানত চুনাপাথর গঠিত অঞ্চলকে বোঝায়। এখানে ভৌম জলের ক্ষয় কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হল অন্ধ ও শুষ্ক উপত্যকা। এটি সৃষ্টির পর্যায় গুলি হল নিম্নরূপ - 

১) নদীর প্রবাহপথ সিঙ্কহোলের সৃষ্টি:- কাস্ট অঞ্চলে প্রধানত দুটি প্রক্রিয়ায় ফানেল আকৃতির সিঙ্কহোলের সৃষ্টি হয়। যথা-

(ক) দ্রবণ ক্ষয়:- কার্বনিক অ্যাসিড মিশ্রিত ভৌম জলের নিম্নমুখী দ্রবণ ক্ষয়ের ফলে সিঙ্কহোলের সৃষ্টি হয়।

(খ) ধস :- ভূ অভ্যন্তরে কোনো সুরঙ্গ বা গুহার উপরে শিলাস্তরের ধসের ফলে সিঙ্কহোলের সৃষ্টি হয়।

২) নদীর পৃষ্ঠ প্রবাহের অন্তর্ধান:- কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে অবস্থিত সিঙ্কহোলের মধ্যে দিয়ে নদী ভূগর্ভে প্রবেশ করে। নদী যেখানে এসে তার প্রভাব হারিয়ে ফেলে সেই অংশে সৃষ্টি হয় অন্ধ উপত্যকা।



• অন্যদিকে নদী উপত্যকার যে অংশ সম্পূর্ণরূপে জলশূন্য হয়ে পড়ে সেখানে সৃষ্টি হয় শুষ্ক উপত্যকা।


আরো দেখুন :- সমুদ্র তরঙ্গের ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের বর্ণনা দাও? CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here