Click Below

Breaking

Know more

Search

বুধবার, ২০ জুলাই, ২০২২

উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারের প্রধান উদ্যোগ কারা নিয়েছিল? || মাধ্যমিক ইতিহাস

 



মাধ্যমিক ইতিহাস 


সংস্কার : বৈশিষ্ট্য ও পর্যালোচনা 


গুরুত্বপূর্ণ বড় - নোট**


প্রশ্ন, 

উনিশ শতকে বাংলার সমাজ সংস্কারের প্রধান উদ্যোগ কারা নিয়েছিল?


উঃ - 


ভূমিকা- উনিশ শতকের প্রথম দিকেও বাংলার সমাজ জীবনে বিভিন্ন কুপ্রথার উপাচার প্রচলন ছিল। সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, বহুবিবাহ, দেবদাসী প্রথা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, গঙ্গা জলে সন্তান বিসর্জন প্রভৃতি বিভিন্ন কুপ্রথা ও আত্মবিশ্বাস বাংলা সমাজ জীবনের অগ্রগতি রুদ্ধ করেছিল। উনিশ শতকে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রভাবে বাংলায় সমাজ সংস্কারের বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়।


রামমোহন রায়:- বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে সর্বপ্রথম গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রামমোহন রায়। তাঁর আন্তরিক প্রচেষ্টায় লর্ড বেন্টিঙ্ক সতীদাহ প্রথা নিষিদ্ধ (১৮২৯) করেন। রামমোহন বাংলায় আধুনিক রাষ্ট্র শিক্ষা, নারী শিক্ষা প্রভৃতির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। তাঁর প্রতিষ্ঠিত ব্রাহ্মসমাজ ধর্মীয় কুসংস্কার দূরীকরণের উদ্দেশ্যে‌ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন।


রামমোহন পরবর্তী ব্রহ্মসমাজ:- রামমোহন রায়ের মৃত্যুর পরবর্তীকালে দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশব চন্দ্র সেন প্রমুখ বাংলায় বাল্যবিবাহ, বহুবিবাহ, জাতিদের প্রথা প্রকৃতির বিরোধিতা এবং অসবর্ণবিবাহ, বিধবা বিবাহ, নারী শিক্ষা, নারী স্বাধীনতা প্রকৃতি সমর্থনে আন্দোলন গড়ে তোলেন। দেবেন্দ্রনাথ ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত "তত্ত্ববোধিনী সভা" থেকে "তত্ত্ববোধিনী পত্রিকা" প্রকাশ করে সমাজ সংস্কারের পক্ষে প্রচার চালানো হয়।


ইয়ং বেঙ্গল দল:- ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল বা নব্য বঙ্গ গোষ্ঠীর রামগোপাল ঘোষ, রামতনু লাহিড়ী, কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়, দক্ষিনারঞ্জন মুখোপাধ্যায় প্রমুখ যুবক বাংলার হিন্দু সমাজের সতীদাহ প্রথা, জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা, মূর্তি পূজা প্রভৃতি কুসংস্কারের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন।


ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলায় সমাজ সংস্কারের বিভিন্ন পদ্ধতি গ্রহণ করেছিলেন। তার প্রচেষ্টায় লর্ড ক্যানিং বিধবা বিবাহ আইন (১৮৫৬) পাস করেন। বিদ্যাসাগর বাংলায় বাল্যবিবাহ, বহুবিবাহ প্রভৃতির বিরোধিতা করেন এবং পাশ্চাত্য শিক্ষা ও নারী শিক্ষার প্রসারে আজীবন কাজ করেন।


আরো পড়ুন -ঔপনিবেশিক ভারতে আদিবাসী ও কৃষক বিদ্রোহ গুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। Click here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here