(ভৌম জলের কার্য এবং সংশ্লিষ্ট ভূমিরূপ)
প্রশ্ন,
ভৌম জলের নিয়ন্ত্রক সমূহ সম্পর্কে যা জানো লেখ।
ভৌম জলের পরিমাণ নির্ভর করে বিভিন্ন প্রাকৃতিক অবস্থার উপর। এগুলি হল:
১) অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব।
২) মাটি ও শিলার সরন্ধতা ও প্রবেশ্যতা।
৩) ভূমি ভাগের ঢাল ইত্যাদি।
বৃষ্টির হুল, স্বল্প ঢাল বিশিষ্ট, প্রবেশ্য শিলাস্তর যুক্ত অঞ্চলে ভৌম জল সঞ্চয়ের পরিমাণ বেশি। অন্যদিকে স্বল্প বৃষ্টিপাত ঢাল বিশিষ্ট অপ্রবেশ্য শিলাস্তর যুক্ত অঞ্চলে ভৌম জল সঞ্চয়ের পরিমাণ কম হয়।
১) অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব:- অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্বের সঙ্গে ভৌম জলের পরিমাণের সঙ্গে সরল সম্পর্ক। তাই অধঃক্ষেপণ এর পরিমাণ ও স্থায়িত্ব বেশি হলে ভৌম জলের পরিমাণ বেশি হয়। আর অধঃক্ষেপণের পরিমাণ ও স্থায়িত্ব কম হলে ভৌম জলের পরিমাণও কম হয়।
২) মাটি ও শিলার সরন্ধতা ও প্রবেশ্যতা :- মাটি ও শিলার সরন্ধতা ও প্রবেশ্যতার সঙ্গে ভৌম জলের পরিমাণের সরল সম্পর্ক। তাই মাটি ও শিলার সরন্ধতা ও প্রবেশ্যতা বেশি হলে ভৌম জলের পরিমাণ বেশি হয়। আর মাটি ও শিলার সরন্ধতা ও প্রবেশ্যতা কম হলে ভৌম জলের পরিমাণ কম হয়।
৩) ভূমি ভাগের ঢাল:- ভূমি ভাগের ডালের সঙ্গে ভৌম জলের পরিমাণের ব্যস্ত সম্পর্ক। তাই ভূমি ভাগের ঢাল যত বেশি হয় ভৌম জলের পরিমাণ তত কমে। আর ভূমি ভাগের ঢাল যত কম হয় ভৌম জলের পরিমাণ তত বেশি হয়।
আরো দেখুন - ভৌমজলের উৎস কয় প্রকার ও কি কি? প্রকার গুলি আলোচনা করো? || Geography
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন