Click Below

Breaking

Know more

Search

বুধবার, ৬ এপ্রিল, ২০২২

মিলের অন্বয়ী পদ্ধতি সবিচার আলোচনা করো? (সংজ্ঞা, আকার, সুবিধা-অসুবিধা, মূল্যায়ন) | HS philosophy

 

উচ্চমাধ্যমিক দর্শন 

আরোহ যুক্তি বিদ্যাঃ মিলের পদ্ধতি। 

গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্ন।




প্রশ্ন, 

মিলের অন্বয়ী পদ্ধতি সবিচার আলোচনা করো? (সংজ্ঞা, আকার, সুবিধা-অসুবিধা, মূল্যায়ন)

উত্তর:- 

মিল তার 'System of Logic'- গ্রন্থে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার ও প্রমাণ করার জন্য যে পাঁচটি পরীক্ষামূলক পদ্ধতির কথা উল্লেখ করেছিলেন, তার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হল অন্বয়ী পদ্ধতি


অন্বয়ী পদ্ধতির ভিত্তির অপসারণের প্রথম সূত্র :- 

অপসারণের সূত্র অনুযায়ী বলা হয়েছে, যদি দুটি ঘটনার মধ্যে প্রথম ঘটনাটি ঘটলেও দ্বিতীয় ঘটনাটি না ঘটে, তাহলে প্রথম ঘটনাটি দ্বিতীয় ঘটনার কারণ বা কারনের অংশ নয়।


অন্বয়ী পদ্ধতির সংজ্ঞা :- 

মিল অন্বয়ী পদ্ধতির সূত্র বা সংজ্ঞাটিতে যে ভাব ব্যক্ত করেছেন, তা হল - "আলোচ্য ঘটনাটি ঘটেছে এমন দুই বা ততোধিক দৃষ্টান্তে। যদি একটি মাত্র ঘটনা সকল ক্ষেত্রে উপস্থিত থাকে তাহলে সেই সাধারণ ঘটনাটি আলোচ্য ঘটনার কারণ বা কার্য হিসেবে বিবেচিত হবে।" 


আকার :-

অন্বয়ী পদ্ধতির দুটি আকার ( সাংকেতিক ও বাস্তব) নিম্নে দেওয়া হল। 


১)সাংকেতিক আকার:- 

পূর্ববর্তীঘটনা(কারণ)|অনুবর্তীঘটনা(কার্য) 

A B C                                  a b c

A D E                                  a d e 

A F G                                  a f g 


: . A- হল a এর কারণ বা কার্য।  


২)বাস্তব আকার:- 

পূর্ববর্তী ঘটনা(কারণ) অনুবর্তী ঘটনা(কার্য)

১) বায়ু পরিবর্তন, ভালো       ১) স্বাস্থ্যের উন্নতি 

হোটেল, ভালো খাবার ।

২) বায়ু পরিবর্তন, কমা         ২) স্বাস্থ্যের উন্নতি

হোটেল,  কমা খাবার। 

৩) বায়ু পরিবর্তন, মাঝারি     ৩) স্বাস্থ্যের উন্নতি

 হোটেল, মাঝারি খাবার। 


: . অনুমান করা যায় যে, বায়ু পরিবর্তনই হলো স্বাস্থ্যের উন্নতির কারণ। 


বৈশিষ্ট্য:- 

১) অন্বয়ী পদ্ধতি তে দুই বা ততোধিক দৃষ্টান্ত থাকে।

২) দৃষ্টান্ত গুলির মধ্যে সাদৃশ্য বা মিল থাকে।

৩) অন্বয়ী পদ্ধতি তে আমরা কারণ থেকে কার্য বা কার্য থেকে কারণ অনুমান করতে পারি।

৪) এই পদ্ধতি মূলত পর্যবেক্ষণ নির্ভর।


সুবিধা / গুন 

১) অন্যায় পদ্ধতি হলো পর্যবেক্ষণমূলক পদ্ধতি। কেননা প্রকৃতিতে এমন সব ঘটনা রয়েছে (যেমন- ঝড়, ভূমিকম্প, বন্যা প্রভৃতি) যেখানে দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় পরীক্ষণ ছাড়া সম্ভব হয়না, সেক্ষেত্রে এই পদ্ধতি খুবই কার্যকর।

২) অন্বয়ী পদ্ধতির সাহায্যে আমরা- " কারণ থেকে কার্য যেমন অনুমান করতে পারি, তেমনি কার্য থেকে কারণও অনুমান করতে পারি।" 

৩) এই পদ্ধতি খুব সহজ ও সরল, কেননা পর্যবেক্ষণমূলক হওয়ায় এই পদ্ধতি প্রয়োগ করে সাধারণ মানুষ দৈনন্দিন জীবনে দুটি ঘটনার মধ্যে সহজেই কার্যকরণ নিয়ম অনুসরণ করতে পারে।

৪) এই পদ্ধতির সাহায্যে কার্যকারণ সম্পর্কে এক প্রকল্প গঠন করা সম্ভব হয়।

৫) যেখানে পরীক্ষণ এর সাহায্যে কার্যকারণ সম্পর্ক নির্ণয় করা যায় না, সেখানে এই পদ্ধতি খুবই উপকারে আসে।


অসুবিধা / ত্রুটি 

১) অন্বয় পদ্ধতিতে একটি সরকারি ঘটনাকে প্রকৃত কারণ হিসেবে গণ্য করার সম্ভাবনা থেকেই যায়।

২) মিল তার পদ্ধতি গুলিকে আবিষ্কারের ও প্রমাণের পদ্ধতি হিসাবে দাবী করলেও যুক্তি বিজ্ঞানী কোহেন ও নাগের দাবি করেন অন্বয়ী পদ্ধতি কিন্তু আবিষ্কার পদ্ধতি নয়।

৩) এই পদ্ধতিতে বহুকারণবাদের সম্ভাবনা থেকেই যায়।

৪) এই পদ্ধতি অপর্যবেক্ষণ দোষেও দুষ্ট হতে পারে।


মূল্যায়ন :- অন্বয়ী পদ্ধতি পর্যবেক্ষণমূলক পদ্ধতি। তবে পর্যবেক্ষণ পদ্ধতি হলেও পরীক্ষণ এর ক্ষেত্রে এই পদ্ধতির যে কাজ করে না, তা বলা যায় না। কেননা যেখানে পরীক্ষণ করা হয় সেখানে পর্যবেক্ষণও করা হয়। আর এদিক থেকেই মিল পদ্ধতি কে আবিষ্কার ও প্রমাণ এর পদ্ধতি বলেছেন।


আরো পড়ুন:- অবরোহ ও আরোহ যুক্তির পার্থক্য লেখ? CLICK HERE

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here