Click Below

Breaking

Know more

Search

রবিবার, ৩ এপ্রিল, ২০২২

পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? ব্যাপ্যতা নিয়ম গুলি লেখ? বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য উদাহরণ সহযোগে দেখাও?

 




উচ্চমাধ্যমিক দর্শন – বচন | দ্বিতীয় অধ্যায় - (অবরোহমূলক তর্কবিদ্যা) বড়ো প্রশ্ন ও উত্তর ।


২) পদের ব্যাপ্যতা বলতে কী বোঝো? ব্যাপ্যতা নিয়ম গুলি লেখ? বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্য উদাহরণ সহযোগে দেখাও? 


একটি নিরপেক্ষ বচন এর দুটি পদ। যথা- উদ্দেশ্য পদ ও বিধেয় পদ। পদ হিসেবে উভয় পদই কোনো কিছুকে নির্দেশ করে। কোনো একটি পদের দ্বারা নির্দেশিত বক্তব্যের কতটুকু অংশ গৃহীত হয়েছে তাকেই বলে পদের ব্যাপ্যতা


 যখন কোনো পদের সমগ্র বক্তব্য গৃহীত হয় তখন পদটি হয় ব্যাপ্য। আর যখন কোনো পদের দ্বারা নির্দেশিত বক্তব্যের আংশিক অংশ গৃহীত হয় তখন পদটি হয় অব্যাপ্য


ব্যাপ্যতা নিয়ম:- 

১) সামান্য বচন এর উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়।

২) বিশেষ বচন এর উদ্দেশ্য পদ অব্যাপ্য।

৩) সদর্থক বচন এর বিধেয় পদ অব্যাপ্য ।

৪) নঙর্থক বচনের বিধেয় পদ ব্যাপ্য।


বিভিন্ন বচনের পদের ব্যাপ্যতা:- 

১) A বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। 

উদাহরণ- সকল মানুষ হয় মরণশীল।

উদ্দেশ্য পদ - মানুষ = ব্যাপ্য।

বিধেয় পদ - মরণশীল =অব্যাপ্য।


২) E বচনের উভয় পদ ব্যাপ্য।

উদাহরণ-কোনো সাপ নয় বিষধর।

উদ্দেশ্য পদ - সাপ = ব্যাপ্য। 

বিধেয় পদ- বিষধর = ব্যাপ্য।


৩) I বচনের উভয় পদ অব্যাপ্য।

উদাহরণ- কোনো কোনো ফুল হয় সুগন্ধি।

উদ্দেশ্য পদ - ফুল= অব্যাপ্য।

বিধেয় পদ - সুগন্ধি= অব্যাপ্য।


৪) O বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য।

উদাহরণ- কোনো কোনো আম নয় টক।

উদ্দেশ্য পদ- আম= অব্যাপ্য।

বিধেয় পদ- টক = ব্যাপ্য। 


আরো পড়ুন:- নিরপেক্ষ বচন কাকে বলে? নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কী বোঝো? নিরপেক্ষ বচনের চতুর্বর্গ ব্যাখ্যা করো? CLICK HERE


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here