Class X
মাধ্যমিক ভূগোল 2022
বায়ুর কাজ
বড়োপ্রশ্ন
শেষ মুহূর্তের সাজেশন 2022
প্রশ্ন,
বায়ুর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এর পরিচয় দাও?
অথবা,
বায়ুর অবঘর্ষ প্রক্রিয়ায় ফলে গঠিত ভূমিরূপ এর পরিচয় দাও?
উত্তর:-
১) গৌড়:- কখনো কখনো কঠিন ও কোমল শিলা স্তরে স্তরে সজ্জিত হয়ে একেকটি শিলা স্তূপ গঠন করে। এইরকম কোনো শিলা স্তূপের উপরের অংশ কঠিন শিলা এবং নিচের অংশ কোমল শিলায় গঠিত হলে নিচের অংশে বায়ুর ক্ষয় কার্যের তীব্রতা বেশি হওয়ার জন্য নিচের কোমল শিলা স্তরটি ক্ষয়প্রাপ্ত হয়ে সরু স্তম্বের মত হয়। উপরের কঠিন শিলা স্তরটি চওড়া ও চ্যাপ্টা হয়ে দাঁড়িয়ে থাকে। এইরকম শিলা স্তুপকে 'গৌর' বলে।
যেমন- সাহারা মরুভূমিতে গৌড় আকৃতির অনেক শিলা স্তূপ দেখা যায়।
২) ইনসেলবার্জ:- অনেক সময় মরুভূমিতে স্থানে স্থানে কঠিন শিলায় গঠিত অনুচ্চ খয়ীভূত পাহাড় টিলার আকারে বিক্ষিপ্ত ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। যুগ যুগ ধরে ক্ষয় পেয়ে টিলার মতো পাহাড়ের উচ্চতা খুব কম এবং পর্বত গাত্র ঢাল খুব বেশি হয়। পর্বত গাত্র খুব মসৃণ এবং দেখতে গোলাকার হয়। গোলাকার আকৃতি এইসব অনুচ্চ টিলাকে 'ইনসেলবার্জ' বলে।
যেমন- ভারতের দক্ষিণাত্য মালভূমির বৃষ্টিছায়া অঞ্চল ইনসেলবার্জ দেখা যায়।
৩) ইয়ার্দাং :- মরু অঞ্চলে কঠিন ও কোমল শিলা উল্লম্বভাবে অবস্থান করলে অবঘর্ষ জনিত কারণে কোমল শিলা স্তর দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় ও কঠিন শিলাস্তর পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে নানারকম মূর্তি বা আকৃতি সৃষ্টি করে টিলার আকারে দাঁড়িয়ে থাকে, এদের 'ইয়ার্দাং' বলা হয় ।
দুটি কঠিন শিলা স্তুপ এর মধ্যবর্তী কোমল শিলা বেশি ক্ষয় হয়ে সুড়ঙ্গের আকার এবং কঠিন শিলা মোরগের ঝুঁটির মতো আকার ধারণ করে। আরবের মরুভূমিতে এগুলো অধিক দেখা যায়।
৪) জিউগেন:- কখনো কখনো দেখা যায় শিলাস্তর গুলির উপর নিচে পরস্পর সমান্তরাল ভাবে অবস্থান করে। প্রচন্ড সূর্যতাপে এইসব উচ্চভূমিতে ফাটল সৃষ্টি হলে বায়ুর অবঘর্ষনের ফলে কঠিন শিলাস্তর গুলি অতিঅল্প ক্ষয় পেয়ে টিলার মতো দাঁড়িয়ে থাকে এবং কোমল শিলা স্তর গুলি বেশি ক্ষয় পেয়ে ফাটল বরাবর খাত বা গহ্বরের সৃষ্টি করে। এইরকম দুটি খাতের মধ্যে চ্যাপ্টা মাথা টিলার মতো যে ভূমিরূপ সৃষ্টি হয় তাকে 'জিউগেন বা জুগেন' বলে। এর উচ্চতা সাধারণত 3 থেকে 30 মিটার এর মধ্যে হয়।
৫) পেডিমেন্ট বা পাদদেশীয় সমভূমি:- মরুভূমি অঞ্চলে পর্বতের ঢাল ও পাদদেশ ভাগ ক্রমাগত প্রবল বেগে প্রবাহিত বায়ু ও ছোট ছোট নদীর ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে যখন উন্মুক্ত শিলাস্তর এবং পলি স্তরে ঢাকা একটি ঢালু সমতল ভূমিতে পরিণত হয়, তখন তাকে 'পেডিমেন্ট' ও 'পাদদেশীয় সমভূমি' বলে।
আরো পড়ুন:- (মাধ্যমিক ভূগোল) নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলির বর্ণনা করো?Click here
আরো পড়ুন:- ব-দ্বীপ সমভূমি কাকে বলে? এর উৎপত্তি ও বৈশিষ্ট্য গুলি লেখ? Click here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন