Click Below

Breaking

Know more

Search

বুধবার, ২ মার্চ, ২০২২

মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়? এই ঘোষণা পত্রে কি কি বলা হয়েছিল?



 মাধ্যমিক ইতিহাস 2022 


শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন 






প্রশ্ন,

মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়? এই ঘোষণা পত্রে কি কি বলা হয়েছিল? 


উত্তর:- 

মহাবিদ্রোহ ব্যর্থ হলেও এই বিদ্রোহ ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের ভিত কাঁপিয়ে দেয়। তাই মহাবিদ্রোহের পর ব্রিটিশ পার্লামেন্ট ১৮৫৮ খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের দ্বারা ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটায় এবং মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার তুলে নেন।


ঘোষনাপত্রের প্রকাশ:- ১৮৫৮ খ্রি: ১লা নভেম্বর মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র প্রকাশিত হয়।  


• মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্রে বলেছিলেন- 

১) স্বত্ববিলোপ নীতির পরিত্যাগ করা।

২) দেশীয় রাজারা এখন থেকে দত্তকপুত্র নিতে পারবেন।

৩) দেশীয় রাজাদের সাথে যে সকল চুক্তি স্বাক্ষরিত হয় সেগুলি ইংরেজদের পক্ষ থেকে মেনে চলা হবে।

৪) ব্রিটিশ সরকার এখন থেকে ভারতে আর সাম্রাজ্য বিস্তারের আগ্রহ দেখাবে না।

৫) জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি যোগ্যতাসম্পন্ন ভারতবাসীকে এবার থেকে সরকারি চাকুরীতে নিয়োগ করা হবে।

৬)প্রতিটি ভারতবাসী ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে।

৭) দেশীয় রাজ্যগুলি তে অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা পালন করবে ব্রিটিশ সরকার। 



আরো পড়ুন:- ১৮৫৭ সালে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। Click here

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here