মাধ্যমিক ইতিহাস 2022
শেষ মুহূর্তের সাজেশন 2022
প্রশ্ন,
১৮৫৭ সালে মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো। **V.V.I***
উত্তর:-
সূচনা- বহরমপুর সেনা ছাউনির ১১ নং নেটিভ ইনফান্ট্রি ১৮৫৭ সালে ২৬ ফেব্রুয়ারি চর্বি মিশ্রিত কার্তুজ নিয়ে বিক্ষোভ দেখায়। এরপর ২৯ মার্চ ব্যারাকপুরের সেনা ছাউনিতে ৩৪ নং নেটিভ ইনফান্ট্রির প্রথমে মঙ্গল পান্ডে ওপরে তার সহকর্মী ঈশ্বর পান্ডে বিদ্রোহ ঘোষণা করেন। তারা কয়েকজন ব্রিটিশ সামরিক কর্মচারীকে হত্যা করলে সরকার এই রেজিমেন্ট ভেঙে দেন। বিচারে মঙ্গল পান্ডের ফাঁসি হয়। তিনি এই বিদ্রোহের প্রথম শহীদ হন।
বিস্তার:- বিদ্রোহ ক্রমশ মিরাট, দিল্লি, কানপুর, পাঞ্জাব সহ অন্যান্য অঞ্চলে ছড়িয়ে পড়ে।
নেতৃত্ব:- কানপুরে নানাসাহেব, তাঁতিয়া টোপি, আজিমুল্লা ; ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ; বিহারের জগদীশপুর কুনওয়ার ও অমর সিংহের নেতৃত্বে বিদ্রোহ তীব্র রূপ ধারণ করে। প্রচুর সাধারণ মানুষ বিদ্রোহীদের সমর্থন করেন। এই বিদ্রোহ ব্যাপক রূপ ধারণ করে।
• মহাবিদ্রোহের চরিত্রঃ-
হিন্দু মুসলিম ঐক্য:- মহাবিদ্রোহের সময় হিন্দু ও মুসলমানের মধ্যে এক অভাবনীয় ঐক্য লক্ষ করা গেছে। উভয় সম্প্রদায়ের মানুষই এই বিদ্রোহে যোগদান করেছিল। ফলে বিদ্রোহ এত তীব্রতর হয়ে উঠেছিল যে, মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ কে নেতা বলে স্বীকার করে নিতে কোনো সম্প্রদায় আপত্তি করেনি। বিদ্রোহ প্রতিটি স্তরে উভয় সম্প্রদায় সমানভাবে প্রতিনিধিত্ব করেছিল। এই ঐক্য ও সম্প্রীতি অন্যতম দৃষ্টান্ত হলো যেখানেই বিদ্রোহীরা সফল হয়েছিল সেখানে গোহত্যা নিষিদ্ধ করা হয়েছিল। এই প্রসঙ্গে এচিসন বলেছেন, "এই বিদ্রোহের সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানি হিন্দুদের বিরুদ্ধে মুসলমানদের ব্যবহার করতে পারেনি।"
গভর্নর লর্ড ক্যানিং এর নির্দেশ পেয়ে বোম্বাই, মাদ্রাজ ও পেগু থেকে প্রচুর ব্রিটিশ সৈন্য কলকাতা নিয়ে আসা হয়। ১৯৫৮ খ্রিস্টাব্দের ২০ সেপ্টেম্বর ব্রিটিশ বাহিনী দিল্লি দখল করে নেয়। ব্রিটিশ সেনাপ্রধান কলিনের নেতৃত্বে ব্রিটিশ বাহিনী লখনউ ও কানপুর ভারতীয় সিপাহিদের হাত থেকে উদ্ধার করে নেয়। এর আগে ১৮৫৮ সালের জুনে ব্রিটিশ সেনাপতি ইউরোজ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ কে সম্মুখ সমরে পরাজিত ও নিহত করেন। তাঁতিয়া টোপি ব্রিটিশদের হাতে ধরা পড়ে, বিচারে তার ফাঁসি হয়। নানাসাহেব নেপালে পালিয়ে আশ্রয় নেন। এভাবে একের পর এক সিপাহী বিদ্রোহের নেতৃত্ব বর্গ ব্রিটিশদের হাতে ধরা পড়ায় বিদ্রোহের অবসান ঘটে, ১৮৫৮ সালের জুলাইয়ে।
মহাবিদ্রোহের প্রকৃতিঃ-
১৮৫৭ সালের মহাবিদ্রোহের স্বরূপ ও প্রকৃতি নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ রয়েছে। কারও মতে, এটি সিপাহী বিদ্রোহ; কারো মতে, এটি নিছক বিদ্রোহের ছাড়া কিছুই নয়। কেউবা বলেছেন, এটি পৃথক স্বাধীনতা যুদ্ধ। আবার কারও মতে, এটি একটি জাতীয় অভ্যুত্থান।
১) মহাবিদ্রোহের নাম সিপাহী বিদ্রোহ- সেসময়কার ভারত সচিব আল স্ট্যানলি একটি প্রতিবেদনে এই বিদ্রোহকে 'সিপাহী বিদ্রোহ' বলে উল্লেখ করেন। এই মতকে সমর্থন করেন চার্লস বল,জন কে, টি আর হোসেন প্রমুখ ইংরেজ ঐতিহাসিক গন। এছাড়াও ঈশ্বরচন্দ্র গুপ্ত, হরিশচন্দ্র মুখোপাধ্যায়, দাদাভাই নওরোজি, রামনারায়ণ বসু, সৈয়দ আহমদ প্রমূখ ভারতীয়গণও এই বিদ্রোহকে সিপাহী বিদ্রোহ আখ্যা দিয়েছেন।
২) মহাবিদ্রোহের নাম জাতীয় বিদ্রোহ- বিভিন্ন ইংরেজ ঐতিহাসিক যেমন- দাফ, জন কে, চার্লস বল মহাবিদ্রোহ কে জাতীয় বিদ্রোহ বলে উল্লেখ করেছেন। কাল মার্কস ১৮৫৭ সালের ৩১ জুলাই তার লেখা এক প্রবন্ধে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলে আখ্যা করেছেন। এই মতের সমর্থকদের যুক্তি হল - জাতীয়তাবাদ নির্ধারণের মানদণ্ড যদি হয় দেশপ্রেম, তাহলে নিঃসন্দেহে এই বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলা যেতে পারে। কারণ এই বিদ্রোহে খাঁটি দেশপ্রেমের চূড়ান্ত নিদর্শন দেখতে পাওয়া যায়।
৩) অন্যান্য মত- দেশপ্রেমিক বিনায়ক দামোদর সভারকর মহাবিদ্রোহ কে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হিন্দু-মুসলমান সহ প্রত্যেকটি ভারতবাসী এই বিদ্রোহের অংশগ্রহণ করে ইংরেজ শাসনের অবসান ঘটে চেয়েছিল। ডঃ রমেশচন্দ্র মজুমদার বলেছেন ১৮৫৭ সালের বিদ্রোহ ছিল 'মৃত্যুকালীন আর্তনাদ'। রজনীপাম দত্ত বলেছেন, যে প্রতিক্রিয়াশীল নেতৃত্বের জন্য সিপাহী বিদ্রোহ জনসমর্থন পায়নি। বিদ্রোহীরা ব্রিটিশদের পরিবর্তে মোগল বা মারাঠা সামন্ত শাসন চেয়েছিল।
৪)গণবিদ্রোহ- এই বিদ্রোহের সূচনা সিপাহীরা করল ক্রমশ এটি গণবিদ্রোহে রূপান্তরিত হয়। উত্তর ও মধ্য ভারতের বেশিরভাগ অঞ্চলে সিপাহিদের বিদ্রোহের সঙ্গে ঘটেছিল গণবিস্ফোরণ। ঐতিহাসিক সিএ বেইলি বলেছেন, "এই বিদ্রোহ সূচনা থেকেই গণবিদ্রোহ এবং সিপাহী বিদ্রোহ একে অপরকে তীব্রতর করেছিল।"
• মূল্যায়ন- মহাবিদ্রোহের প্রকৃতি কি ছিল তা এককথায় বলা বেশ কষ্টসাধ্য। এই বিদ্রোহের প্রকৃতি নিয়ে যেসব মত উঠে আসে তার প্রত্যেকটি সুনির্দিষ্ট যুক্তি আছে। আবার এইসবের পাল্টা যুক্তিও আছে। তাই এই বিদ্রোহ যে কি ছিল তা সম্পূর্ণভাবে এক কথায় বলা দুঃসাধ্য।
আরো পড়ুন:- (মাধ্যমিক ইতিহাস) বিভিন্ন উপজাতি বিদ্রোহ গুলির বিবরণ দাও? Click here
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন