Click Below

Breaking

Know more

Search

সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ইলবার্ট বিল বিতর্ক || ইলবার্ট বিল - টীকা

মাধ্যমিক ইতিহাস চতুর্থ অধ্যায় "সংঘবদ্ধতার গোড়ার কথা"

গুরুত্বপূর্ণ ৪ নম্বরের প্রশ্ন ও উত্তর

প্রশ্ন : ইলবার্ট বিল বিতর্ক বলতে কী বোঝো?

অথবা,

টীকা লেখ : ইলবার্ট বিল



উত্তর :

সূচনা: ভারতের বড়লাট লর্ড রিপন এর শাসনকালের পূর্বে এদেশে কোন ভারতীয় বিচারক কোন ইংরেজ দের বিচার করতে পারত না। এই বিষয়কে কেন্দ্র করে ভারতীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ তৈরি হয়। বড়লাট লর্ড রিপন ইলবার্ট বিলের মাধ্যমে এই ক্ষোভ প্রশমনে চেষ্টা করেন।


ইলবার্ট বিল কি : বড়লাট লর্ড রিপন এর আইন সচিব ছিলেন ইলবার্ট। ভারতীয় বিচারকরা শ্বেতাঙ্গ ইংরেজদের বিচার করার অধিকার পায় যে বিলে সেই বিল ইলবার্ট বিল নামে পরিচিত, যেহেতু বড়লাট রিপন এর আইন সচিব ইলবার্ট বিল কে রচনা করেন তাই তার নাম অনুসারে এই বিলটি হয়েছে।


ইলবার্ট বিল বিতর্ক : ইলবার্ট বিলের মাধ্যমে ভারতীয়দের ইংরেজদের বিচার করার ক্ষমতা দেয়া হলে শ্বেতাঙ্গ ইউরোপীয়রা এতে প্রচণ্ড ক্ষুব্ধ হয় এবং এই বিলের বিরুদ্ধে শ্বেতাঙ্গরা মিলিত হয়ে তীব্র আন্দোলন শুরু করে। তারা কলকাতা হাইকোর্টের ব্যারিস্টার ব্রানসনের নেতৃত্বে ডিফেন্স অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করে আন্দোলন চালাতে থাকে। আন্দোলন বহু স্থানে হিংসাত্মক রূপ নেয়, ফলে লর্ড রিপন এই বিলটি নিয়ে নতুন করে ভাবতে থাকেন।


ইলবার্ট বিলের পক্ষে আন্দোলন : শ্বেতাঙ্গরা যেখানে ইলবার্ট বিল এর বিরুদ্ধে আন্দোলন করছিল অন্যদিকে ভারতীয়রা ভারত সভার নেতৃত্বে এই বীরের সমর্থনে তীব্র আন্দোলন গড়ে তোলে। ইলবার্ট বিল এর সমর্থনে অমৃতবাজার পত্রিকা বেঙ্গলি পত্রিকা প্রভৃতি বিভিন্ন পত্রিকায় প্রচার চলতে থাকে এবং বিলটির বিষয়ে ইউরোপীয়দের কার্যকলাপের তীব্র নিন্দা করা হয়।


পরিণতি : এই বিল কে কেন্দ্র করে তীব্র বিতর্ক দানা দিলে সরকার শেষ পর্যন্ত ইউরোপীয়দের কাছে নতি স্বীকার করে বিলটিতে প্রচুর সংশোধন করে, বলা হয় ভারতীয় বিচারকরা ইউরোপীয় বিচারকদের সাহায্য নিয়ে শ্বেতাঙ্গদের বিচার করতে পারবে। ফলে বিলটির আসল উদ্দেশ্য ব্যর্থ হয়।


গুরুত্ব ও মূল্যায়ন: ইলবার্ট বিল এর প্রকৃত উদ্দেশ্য ব্যর্থ হলেও ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার মনে করেন যে, বিলটি কে কেন্দ্র করে ভারতীয়দের আন্দোলন স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। বিলটির তারা ভারতীয়রা ব্রিটিশদের প্রকৃত চেহারা চিনতে পেরেছিল।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Click Here